বিএডিসি উচ্চ বিদ্যালয় (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালিত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান)
নীতিবাক্যঃ শিক্ষা, শৃঙ্খলা, মূল্যবোধ।
ঠিকানাঃ প্রিন্সিপাল আবুল কাশেম সড়ক, মিরপুর-১, ঢাকা-১২১৬ (সরকারি বাংলা কলেজ সংলগ্ন) প্রতিষ্ঠাকালঃ ১৯৮৩ খ্রিঃ স্কুল কোডঃ 1330 EIIN: 108171 MPO CODE: 2610101301 ক্যাটাগরিঃ এম.পি.ও ভুক্ত (অনুমোদিত ডাবল শিফট) প্রভাতিঃ বালিকা, দিবাঃ বালক গ্রুপঃ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ভার্সনঃ বাংলা Email: [email protected] Website: badchs.edu.bd Online Schooling (Facebook Page) : BADC Online school, BADC Online School-primary YOU TUBE CHANNEL: BADC High School শিক্ষকঃ ৩২ জন, কর্মচারীঃ ০৯জন জমির পরিমাণঃ ১০০ শতাংশ (১ একর) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি ০১/০১/১৯৮৮ খ্রিঃ নবম শ্রেণি খোলার অনুমতিঃ ০১/০১/১৯৮৯ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রথম স্বীকৃতিঃ ০১/০১/১৯৯০ খ্রিঃ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ১ম এম পি ও ভূক্তিঃ ০১/০১/১৯৯৫ খ্রিঃ ডাবল শিফট খোলার অনুমতিঃ ০১/০১/১৯৯৬ খ্রিঃ কম্পিউটার বিজ্ঞান শাখা খোলার অনুমতিঃ ০১/০১/২০০৫ খ্রিঃ বিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা শাখা ও গার্হস্থ্য বিজ্ঞান শাখা খোলার অনুমতিঃ ০১/০১/২০১৫ খ্রিঃ ল্যাব (KOICA) প্রতিষ্ঠার তারিখঃ০৩/০৪/২০১৪ খ্রিঃ